দুদকের আরেক মামলায় খালাস ড. খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দুর্নীতি দমন কমিশনের আরও একটি মামলায় বেকসুর খালাস পেয়েছেন।
অবৈধ সম্পদ অর্জনের এ মামলায় রবিবার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মঞ্জুরুল হোসেন খালাসের এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় ড. খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন>> দুদকের মামলায় ছেলেসহ খালাস বিএনপির খন্দকার মোশাররফ
আরও পড়ুন>> বড়পুকুরিয়া মামলা: খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি, বিচার চলবে যাদের
এর আগে গত ২৭ নভেম্বর কয়লাখনি দুর্নীতির মামলায় ও ২৮ অক্টোবর অর্থ আত্মসাতের একটি মামলায় খালাস পান খন্দকার মোশাররফ হোসেন।
রবিবার খালাস পাওয়া মামলাটি ২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/জেডআর/এফএ)
মন্তব্য করুন