সচিবালয়ে প্রথম অফিস করছেন প্রধান উপদেষ্টা, যোগ দিয়েছেন বৈঠকে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবার সচিবালয়ে অফিস করছেন নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সচিবালয়ে এসে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন তিনি।
জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে সচিবালয়ের প্রবেশ করেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
এদিকে, প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়সহ আশেপাশের এলাকাতেও রয়েছে এই নিরাপত্তা।
এছাড়া আজকে উপদেষ্টা, সচিব, ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অন্য কোনো গাড়ি। পাশাপাশি দর্শনার্থী প্রবেশও সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/২০নভেম্বর/এজে)
মন্তব্য করুন