সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নারী নির্যাতনবিরোধী শপথপাঠ বৃহস্পতিবার
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একযোগে নারী নির্যাতনবিরোধী শপথবাক্য পাঠের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাদরাসা ও কারিগরি বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উদযাপন উপলক্ষে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে সব শিক্ষার্থীকে দিয়ে নারী ও শিশু নির্যাতন বিরোধী শপথ পাঠ করানো হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়ে চলেছে । পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, জনসমাগমস্থলসহ প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। সময়ের সঙ্গে পাল্টাচ্ছে নির্যাতনের ধরন। সাইবার জগতেও নারীর প্রতি হয়রানি এখন ভয়াবহ রূপ নিয়েছে। এসব নারী ও শিশু নির্যাতনরোধে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/ইএস
মন্তব্য করুন