ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ, বাস-ট্রেন-লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়

নাড়ির টানে প্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। নগরীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে শনিবার যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। সদরঘাটে আজ সকালে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ বেড়েছে। পুরো সদরঘাট এলাকায় উপচেপড়া ভিড় দেখা গেছে।
এবারের ঈদে দীর্ঘ নয় দিনের ছুটি ছিল, যা শেষ হচ্ছে আজ। রবিবার প্রথম কর্মদিবস। এজন্য রাজধানীতে ফেরা মানুষের চাপ বেড়েছে। আগামীকালও একই ধরনের ভিড় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লঞ্চ কর্মীরা বলছেন, গত দুদিনের চেয়ে আজ ভিড় বেশি। ঢাকায় ফেরা প্রায় সব লঞ্চ যাত্রীদের রেখে আবার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ফলে টার্মিনালে মানুষের জট দেখা গেছে। টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে।
অন্যদিকে এখনো নাড়ির টানে ঢাকা ছাড়ছে কিছু কিছু মানুষ। সবকিছু মিলিয়ে রাজধানী এখনো অনেকটাই ফাঁকা ও যানজটমুক্ত বলা যায়।
সদরঘাট ঘুরে জানা গেছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সদরঘাটে ৭০-৭৫টি লঞ্চ ঢাকায় এসেছে। ঘরে ফেরা মানুষের চাপ সামলাতে প্রায় সব লঞ্চ যাত্রী রেখেই দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে।
বিআইডব্লিটিএ সূত্র জানায়, ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে সরাসরি দিন ও রাত্রিকালীন সার্ভিস মিলিয়ে শতাধিক লঞ্চ ঢাকা-বরিশাল-ঝালকাঠি-পটুয়াখালী-বরগুনা-ভোলা রুটে সরাসরি যাতায়াত করছে। তবে বিশেষ লঞ্চগুলো অতিরিক্ত যাত্রীদের চাহিদা বিবেচনা করে চলাচল করে। সাধারণ সময়ে লঞ্চগুলো বাই রোটেশন তালিকা অনুসারে চলাচল করে বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/০৫এপ্রিল/এফএ)

মন্তব্য করুন