তথাকথিত অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ২২:৫৭| আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ২৩:০৪
অ- অ+

বিনাসুদে এক লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত সাধারণ মানুষকে ঢাকায় আনার অভিযোগে ‘অহিংস গণঅভ্যুত্থানের’ অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম।

ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে রাত ৮ টা ১৫ ঘটিকায় শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, মাহবুবুল আলম চৌধুরী অহিংস গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং অন্যতম আহ্বায়ক।

গ্রেপ্তারকৃত মাহবুবুল আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এর আগে কথিত সংগঠনের প্রধান মোস্তফা আমীন, সংগঠনের আহ্বায়ক জিয়াউর রহমান এবং সমন্বয়ক সৈয়দ ইসতিয়াককে আটক করা হয়।

এর আগে রবিবার মধ্যরাত ও সোমবার সকালে গরিব ও অসহায় কয়েক শ মানুষকে চুয়াডাঙ্গা, পাবনা, কুষ্টিয়া, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বাস-মাইক্রোবাস ভর্তি করে ঢাকায় আনা হয়। তারা শাহবাগ ও এর আশপাশে অবস্থান নেন। যদিও ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়া এসব মানুষদের বাড়ি ফিরে যেতে বলে পুলিশ। উদ্ভূত ঘটনার পেছনে নাশকতার ইন্ধন পায় আইনশৃঙ্খলা বাহিনী।

রাতে পুলিশের একাধিক সূত্র ঢাকা টাইমসকে জানায়, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ-এর আহ্বায়ক মোস্তফা আমীন আজকের সমাবেশের প্রধান অতিথি ছিলেন। আর সমাবেশের প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছিলেন জিয়াউর রহমান সৈয়দ ইসতিয়াক আহমেদ। কলাবাগান থানা পুলিশ তাদের আটক করে।

সূত্র বলছে, সাধারণ মানুষকে সুদ ছাড়া এক লাখ দেওয়ার জন্য জনপ্রতি এক হাজার থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়। যা রেজিস্ট্রেশন বাবদ দেখানো হয়। এছাড়া এই সমাবেশে নাশকতা করে আন্তর্জাতিক মহলে দেখানোর চেষ্টা ছিল, দেশের সাধারণ মানুষ বর্তমান সরকারকে চায় না। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের কার্যক্রম নৎসাৎ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসএস/এলএম/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা