আ. লীগ এখন মুখোশের আড়ালে অনেক কিছু করতে চাচ্ছে: জুয়েল
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, দেশের জনগণকে পুড়িয়ে, গুম করে, খুন করে শেখ হাসিনা তার পিতৃত্ব শাসন কায়েম করতে চেয়েছিল। তারা (আ. লীগ) এখন মুখোশের আড়ালে অনেক কিছু করতে চাচ্ছে। কখনো ছাত্র হয়ে, কখনো আনসার হয়ে, কখনো সংখ্যালঘু হয়ে, কখনো হাতে ট্রাম্পের ছবি-আমেরিকার পতাকা নিয়ে আবার কখনও রিকশাচালক হয়ে। এগুলো করে কাজ হবে না। দেশের জনগণ আওয়ামী লীগকে কোনোভাবেই পছন্দ করে না।
রবিবার বিকালে রাজধানীর কাফরুল জামিয়া উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ১৬নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
জুয়েল বলেন, আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল সেটা ১৭ বছরের দুঃশাসন নয়। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনি তারা ফ্যাসিস্ট রূপ ধারণ করে। তারা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারকে হরণ করে। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে। সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছিল এমন বাংলাদেশ আমরা চাইনি।
তিনি বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে ছয় বছর জেলে বন্দি রাখা হয়েছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বিনা কারণে দেশান্তর করা হয়েছে। আগামী দিনে বিএনপিকে জনগণ যদি রায় দেয়, সেই রায়ের ভিত্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই সরকার ৩১দফা বাস্তবায়ন করবে বলেও মন্তব্য করেন তিনি।
কাফরুল থানা যুবদলের সিনিয়র যুগ্ম মহাসচিব শাহিন খানের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, কাফরুল থানার সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু প্রমুখ।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/জেবি/এমআর)
মন্তব্য করুন