সব সিন্ডিকেটের হোতা জয়: জুয়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ২২:৪৮
অ- অ+

যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। কম্পিউটার কারসাজি করে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিটি সেক্টরে সিন্ডিকেটের হোতা ছিলেন হাসিনাপূত্র জয়।

সোমবার বিকালে খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এ সোসাইটি মাঠে ৯৬ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মিসভায় তিনি একথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

জুয়েল আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, আপনারা নিরপেক্ষ হিসেবে কাজ করুন। স্বৈরাচার হাসিনার দোসরদের ভয় পাবেন না। মনে রাখবেন আপনারা একা নন। আপনাদের সাথে ছাত্রজনতা আছে।

তিনি বলেন, যেকোনো কিছুর বিনিময়ে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য বিনষ্ট করার চক্রান্ত চলছে। নিজেদের মধ্যে ফাটল ধরাতে পারলেই আওয়ামী লীগ তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে।

৯৬নং ওয়ার্ড যুবদলের আহবায়ক টিটু মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, খিলক্ষেত যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মজুমদার মুরাদ, সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ।

ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেবি

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম নারী প্রেসিডেন্ট পেল নামিবিয়া
ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি প্রণয়নে জাইকার সহায়তা চায় বাংলাদেশ
ছেলে সন্তানের বাবা হলেন মুস্তাফিজ
সাবেক এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা