ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে: জুয়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ২০:০৪
অ- অ+

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্টকে চাই না। ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে। সকল গুম ও খুনের বিচার করতে হবে। এমন একটি দেশ গড়তে হবে যেখানে ভয়-ভীতি থাকবে না। সবার কথা শোনা হবে। ছেলে-মেয়েদের দেশ ত্যাগের তাড়না থাকবে না। থাকবে না কোন গর্বের দেশ হবে।

বুধবার বিকালে বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন মাঠে যুবদল সাংগঠনিক ওয়ার্ডের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

জুয়েল বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণআন্দোলনের সরকার। এই সরকার ছাত্র-জনতার বিপ্লবের সরকার। এই সরকারের অনেকেই নির্যাতিত হয়েছেন, তারা কোন রাজনৈতিক দল করেন না। কিন্তু স্বাধীন মত প্রকাশের জন্য অনেকেই ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিপীড়নের শিকার হয়েছেন। স্বয়ং প্রধান উপদেষ্টা যিনি আওয়ামী শাসনকালে নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, অর্থনৈতিক খাতের সাথে জড়িত ব্যাংক, বীমা, গামেন্টর্সসহ সকল শিল্প প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিলো। ব্যাংক জনগণের অর্থের নিরাপত্তাস্থল হলেও ব্যাংক গুলোকে দলীয়করণ করে নিজের পরিবার ও দলের নেতাদেরকে দিয়ে ব্যাংকের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। গত ১৫ বছরে একেক জন কয়েকশ হাজার কোটি টাকার মালিক হয়েছে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, আমরা ফ্যাসিস্ট ও গণহত্যাকারীদের গ্রেপ্তার ও উপযুক্ত বিচার চাই, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে তাদের বিচার চাই, জুলাই-আগস্টের স্মৃতিকে ধরে রাখার জরুরি পদক্ষেপ চাই। সরকারের সর্বস্তরে জুলাই-আগস্টের স্পিরিটের সাথে চলতে না পারা কেউ থাকলে তার অপসারণ চাই। উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনের সব স্তরে বিপ্লবের স্পিরিট ও গতির সাথে তাল মেলাতে ব্যর্থদের অপসারণ করে যোগ্য লোকদের নিয়োগ দেয়ার দাবি জানাই।

বিমানবন্দর থানা সাংগঠনিক ওয়ার্ড আহবায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, থানা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক এম আলমগীর হোসেন প্রমুখ।

ঢাকাটাইমস/২৭নভেম্বর/জেবি

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পবিপ্রবির বঙ্গবন্ধু হলের নামফলক ভেঙে নতুন নাম দিলেন শিক্ষার্থীরা
নওগাঁয় লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর পাসপোর্ট কিনেছেন লোটাস কামাল!
প্রোটিয়া সফরের কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের কোচের পদ ছাড়লেন গিলেস্পি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা