ফিলিস্তিন প্রশ্নে মুসলিম বিশ্বের মোড়লদের ভূমিকা প্রশ্নবিদ্ধ: সালাহউদ্দিন

ফিলিস্তিনের স্বাধীনতা ও নির্যাতনের প্রশ্নে মুসলিম বিশ্ব মোড়লদের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালীপূর্ব প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই প্রতিবাদ ও সংহতি র্যালীর আয়োজন করে বিএনপি।
তিনি বলেন, আমরা সারা বিশ্বের মুসলমানরা, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ, ইসলামী বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সারা বিশ্বের মুসলমানদের সমর্থন করতে দেখি, সংহতি প্রকাশ করতে দেখি কিন্তু ইসলামী বিশ্বের মোড়লরা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। ইসরায়েলের কারণে ফিলিস্তিনের জনগণ গণহত্যার শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক কিন্তু তার কোন প্রতিকার আমরা দেখছি না।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ফিলিস্তিনের জনগণ। মুসলিম বিশ্বের নীরবতার কারণে সারা পৃথিবীতে মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে, সেটা আরাকান থেকে ফিলিস্তিন পর্যন্ত সারা বিশ্ব বিস্তৃত।
ফিলিস্তিনি জনগণ নিজ দেশে পরবাসী হয়ে গেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ফিলিস্তিনের জনগণ ১৯৪৮ সালের পর থেকে তীব্রভাবে ইসরায়েলি হামলার শিকারে পরিণত হয়েছে। তারা এখন আপন দেশে পরবাসী হয়ে গেছে। বিশ্বের কিছু পরাশক্তির সমর্থনে ইসরায়েলে যে গণহত্যা শুরু হয়ে তা আজকে নয় বহুদিন আগে থেকে।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এনি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/জেবি/এমআর)

মন্তব্য করুন