বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৫, ১০:৪৭| আপডেট : ২৪ মে ২০২৫, ১১:৫১
অ- অ+

রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও বিস্ফোরক আইনের ২০টি মামলা হয়েছে।

শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে র‍্যাব-১০ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ব্যাটালিয়নটির সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে গোলাপ শাহ মাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‍্যাব-১০ এর সদস্যরা। এতে হত্যা ও বিস্ফোরক আইনের একাধিক মামলার পলাতক আসামি বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, বগুড়া সদর থানাতেই তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মে/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি
জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দেশটির সর্বোচ্চ নেতা খামেনি কোথায় আছে জানে যুক্তরাষ্ট্র, আপাতত হত্যা নয়: ট্রাম্প
ইরান-ইসরায়েল সংঘাত, প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা