আইপিএল নিলাম: এখনও কোন দলের হাতে কত টাকা আছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মানেই যেন অর্থের ঝনঝনানি। এক আইপিএল খেলেই কোটি কোটি টাকা আয় করেন অনেক ক্রিকেটার। ২০২৫ সালে বসতে যাচ্ছে আইপিএলের ১৮তম আসর। আসন্ন আসরকে সামনে রেখে সৌদি আরবের যেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের মেগা নিলাম।
দুই দিনব্যাপী এই মেগা নিলামের প্রথম দিন শেষ হয়েছে। প্রথম দিনেই ১০টি ফ্র্যাঞ্চাইজি প্রায় অর্ধেক খেলোয়াড় কিনে ফেলেছে। আজ (২৫ নভেম্বর) বিকেলে শুরু হবে দ্বিতীয় দিনের নিলাম।
প্রতিটি দল মোট ২৫ জন খেলোয়াড় কিনতে পারবে। এদের মধ্যে বিদেশি খেলোয়াড় নিতে পারবে সর্বোচ্চ ৮জন। তবে নিলামের প্রথম দিনেই ইতোমধ্যে অনেক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অবশ্য এদিক থেকে কিছুটা পিছিয়ে আছে।
সবচেয়ে বেশি টাকা নিয়ে নিলামে এসেছিল পাঞ্জাব কিংস। ১১০ কোটি ৫০ লাখ টাকা ছিল তাদের ঝুলিতে। কেননা তারা রিটেনশন করেছে মাত্র দুজন খেলোয়াড়কে। তবে প্রথম দিনের নিলামে তারা বেশ ভালো টাকা খরচা করেছে। নিলাম থেকে তারা কিনেছে মোট ১০ জনকে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার দলে নিয়েছে মাত্র দুজন। তাদের খেলোয়াড় কেনা বাকি আছে আরও ১৩ জন। এর মধ্যে বিদেশি খেলোয়াড় কিনতে পারবে ৬ জন। পাঞ্জাবের হাতে রয়েছে আর মাত্র ২২ কোটি ৫০ লাখ রুপি।
চেন্নাইয়ের খেলোয়াড় কেনা বাকি রয়েছে আরও ১৩ জন। এরমধ্যে বিদেশি খেলোয়াড় কিনতে পারবে আরও ৪ জন। তবে চেন্নাইয়ের হাতে আছে ১৫ কোটি ৬০ লাখ রুপি। দিল্লির হাতে আছে ১৩ কোটি ৮০ লাখ রুপি। তাদের খেলোয়াড় বাকি রয়েছে আরও ১২ জন। তারমধ্যে বিদেশি খেলোয়াড় কিনতে পারবে আরও ৪ জন।
গুজরাটের হাতে আছে ১৭ কোটি ৫০ লাখ। তাদের খেলোয়াড় বাকি আছে আরও ১১ জন। এরমধ্যে বিদেশি কিনতে পারবে আরও পাঁচজন। কলকাতার খেলোয়াড় কেনা বাকি আছে ১২ জন। আর বিদেশি খেলোয়াড় নিতে পারবে ৩ জন। তাদের হাতে আছে ১০.০৫ কেটি।
লক্ষ্নৌ খেলোয়াড় নিয়েছে মোট ১২ জন। তাদের বাকি আছে আরও ১৩ জন। হাতে আছে ১৪ কোটি ৮৫ লাখ। মুম্বাইয়ের হাতে আছে ২৬ কোটি ১০ লাখ। তাদের অবশ্য বাকি আছে আরও ১৬ খেলোয়াড়। আর বিদেশি কিনতে পারবে আরও ৭ জন।
রাজস্থানের কাছে আছে ১৭ কোটি ৩৫ লাখ। খেলোয়াড় কেনা বাকি আছে আরও ১৪ জন। এরমধ্যে বিদেশি নিতে পারবে আরও ৪ জন। বেঙ্গালুরুর কাছে আছে সবচেয়ে বেশি রুপি। তাদের খেলোয়াড় বাকি আছে আরও ১৬ জন। বিদেশি নিতে পারবে আরও ৫ জন। বাকি খেলোয়াড়দের কিনতে বেঙ্গালুরুর হাতে আছে আরও ৩০ কোটি ৬৫ লাখ রুপি।
সানরাইজার্স হায়দারাদের কাছে আছে সবচেয়ে কম রুপি। তাদের খেলোয়াড় বাকি আছে আরও ১২ জন। এরমধ্যে বিদেশি কিনতে পারবে আরও ৪ জন। বাকি খেলোয়াড় কেনার জন্য হায়দারাবাদের হাতে আছে আর মাত্র ৫ কোটি ১৫ লাখ টাকা।
(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন