আচরণবিধি ভঙ্গের কারণে উইলিয়ামসকে শাস্তি দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১৪:৫২
অ- অ+

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস। এই জন্য শাস্তি পেতে হচ্ছে তাকে। আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।

উইলিয়ামসকে আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির লেভেল ১ লঙ্ঘন করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। বিশেষত অনুচ্ছেদ ২.৮ লঙ্ঘন করার জন্য, যা 'আন্তর্জাতিক ম্যাচের সময় একজন আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত দেখানো' সম্পর্কিত।

দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের ইনিংসের ২৬তম ওভারে সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে লেগ বিফোর দেন আম্পায়ার। কিন্তু এই ব্যাটার দাবি করেন, বল ব্যাটে লেগেছে। মাঠেই অসন্তোষ প্রকাশ করেন তিনি।

আম্পায়ারের সিদ্ধান্তের এমন সমালোচনা করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়। অবশ্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এদিকে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা রয়েছে। প্রথম ম্যাচ জিম্বাবুয়ে জেতার পর দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আগামী ১ ডিসেম্বর সিরিজ নির্ধারণি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র তারেক রহমানের
বিএনপির সমাবেশে সাংবাদিক পরিচয়ে শিবিরকর্মী!
৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর, নেওয়া হয়েছে হাসপাতালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা