জ্যামাইকা টেস্ট: প্রথম দিনের প্রথম সেশন পরিত্যক্ত, পরবর্তী মাঠ পর্যবেক্ষণ ১২ টায়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৪, ২২:৪৬| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০০:৩০
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্টের টস হয়নি।

সাবিনা পার্কে আজ শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে দিনের শুরুতেই একবার মাঠ পর্যবেক্ষণ শেষে জানানো হলো, এখনই খেলা মাঠে গড়ানোর অবস্থায় নেই। স্থানীয় সময় সকাল ১১টায় নির্ধারণ হয় মাঠ পর্যবেক্ষণের সময়। দ্বিতীয় দফায়ও জ্যামাইকার সাবিনা পার্ক সন্তুষ্ট করতে পারল না আম্পায়ারদের। দ্বিতীয় দফায় দুই ঘণ্টা পেছানো হলো টসের সময়।

নতুন সময় অনুযায়ী বাংলাদেশ সময় রাত ১২টায় এবং স্থানীয় সময় দুপুর ১টায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। যার ফলে আজ প্রথম দিনের প্রথম সেশন পরিত্যক্ত হয়ে গেলো। কোনো বল না খেলেই লাঞ্চ বিরতিতে গেছে দুই দল।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হারে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে দ্বিতীয় টেস্টটি দাঁড়িয়েছে টাইগারদের জন্য বাঁচামরার লড়াইয়ে। দুই ম্যাচের সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জিততেই হবে বাংলাদেশকে।

(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘন কুয়াশায় সৈয়দপুরে ফ্লাইট সিডিউল বিপর্যয়, যাত্রী দুর্ভোগ
দুই বছর ধরে হাসপাতালে ভারতীয়ের লাশ, ফেরত যায় স্থানীয়রা
সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে সরকার, প্রত্যাশা মঈন খানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা