নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে যে সমীকরণ মিলাতে হবে বাংলাদেশকে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭
অ- অ+

২০২৫ সালে ভারতের মাটিতে বসতে চলেছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ২০১৩ সালে শেষবার ভারতে একদিনের বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। এই বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সমীকরণ। আইসিসির নিয়মাবলী অনুসারে আগামী বছর ভারতে হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারবে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ জয় পেয়েছে ৩-০ ব্যবধানে। ২০২১ সালে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল টাইগ্রেসরা। বেশ লম্বা এক অপেক্ষার পর এবারে তেমন এক জয়ের স্বাদ পেল তারা। আর তাতেই বিশ্বকাপের অনেকটা কাছে চলে গিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। নিজেদের ইতিহাসে প্রথমবার সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার অনেকটাই কাছাকাছি তারা।

২০২২ সাল থেকে শুরু হওয়া আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশ এই মুহুর্তে আছে ৭ম স্থানে। ৮ দল সরাসরি জায়গা করে নেবে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে। আর নিজেদের এই স্থান ধরে রাখতে বাংলাদেশের দরকার আর দুই জয়। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজ।

উইমেন্স চ্যাম্পিয়নশিপের এই চক্রে প্রতিটি দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলেছে। বাংলাদেশ নিজেদের ৭ সিরিজ শেষে জয় পেয়েছে ৭ ম্যাচে। হেরেছে ৯ ম্যাচ। ১ ম্যাচ হয়েছে টাই আর ৪ ম্যাচ ছিল পরিত্যক্ত। নিজেদের শেষ তিন ম্যাচে বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সমীকরণ তাই একটিই। জিততে হবে উইন্ডিজ নারীদের বিপক্ষে সিরিজ।

কাজটা যে মোটেই সহজ হচ্ছে না তাও জানা কথা। কদিন আগেই বিশ্বকাপে ক্যারিবিয়ান নারীদের কাছে শোচনীয় হার দেখতে হয়েছে বাংলাদেশকে। তার ওপর খেলতে প্রতিপক্ষের মাঠে, অচেনা এক কন্ডিশনে। প্রতিপক্ষের আছে টি-টোয়েন্টির বিশ্বকাপ জেতার নজিরও। তবে স্বস্তির বিষয়, এবারের চক্রে একেবারেই নাজুক অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে তারা আছে উইমেন্স চ্যাম্পিয়নশিপের নবম স্থানে।

(ঢাকাটাইমস/০৩ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি: মজনু 
বিদ্যুৎ খাত উন্নয়নে ৩০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা