গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে তার লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, উপজেলার সাতখামাইর এলাকার একটি জঙ্গলের আমগাছে পরনের লুঙ্গি দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে শনিবার দুপুরে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
(ঢাকাটাইমস/১অক্টোবর/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন