মুন্সীগঞ্জে লঞ্চ থেকে ৮০০ কেজি জাটকা জব্দ
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে ৮০০ কেজি জটকা জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার মেঘনা নদীতে মুন্সীগঞ্জের গজরিয়া অংশে ভোর ৫টার দিকে গোপন সংবাদে ঢাকাগামী লঞ্চ এমভি প্রিস রাসেল-১ অভিযান চালিয়ে জটকা মাছ জব্দ করা হয়। যাত্রীবাহী লঞ্চে জটকা মাছের কোন মালিক পাওয়া যায়নি।
গজরিয়া কোস্ট গার্ডের পেটি কর্মকর্তা জানান, ‘ভোর ৫টায় অভিযান চালায়। আগেই সংবাদ ছিল লঞ্চটিতে জাটকা বহন করে ঢাকার উদ্দেশে আসছে। লঞ্চটি গজরিয়া অংশে প্রবেশ করলে মালিকবিহীন এসব জটকা জব্দ করা হয়। পরে মাছগুলো মাদ্রাসা ও এতিমখানায় মাছ বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/৮ নভেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন