পুলিশের ৮১ এএসপির বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৬, ১৮:২৭

পুলিশের সহকারী পুলিশ সুপার পদে ৮১ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। গত ২০ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বদলি ও পদায়নকৃতরা হল- ঢাকার কেরানীগঞ্জ সার্কেল মিনহাজ-উল-ইসলামকে সহকারী পুলিশ সুপার পুলিশ স্টাফ কলেজে, নারায়ণগঞ্জের এ-সার্কেল আবদুল্লাহ আল মাসুদকে নারায়ণগঞ্জের গ- সার্কেলে, মুন্সিগঞ্জ সদর সার্কেল কায়সার রিজবী কোরায়েশীকে মুন্সীগঞ্জের সিরাজদীখান সার্কেলে, মুন্সিগঞ্জ শ্রীনগরের সার্কেলের সামসুজ্জামানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, মানিকগঞ্জ সদর সার্কেলের সামছুদ্দিন ছালেহ আহম্মদ চৌধুরীকে মানিকগঞ্জের সিঙ্গাইর সার্কেলে, মানিকগঞ্জের শিবালয় সার্কেলের শরাফত ইসলামকে সিরাজগঞ্জের উল্লাপাড়া সার্কেলে, গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের সালেহ উদ্দিন আহমেদকে র‌্যাবে, ময়মনসিংহ সদর সার্কেলের শাহিদুল ইসলামকে ডিএমপিতে, ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের আক্তারুজ্জামানকে সুপার হাইওয়ে পুলিশে, ময়মনসিংহের গফরগাঁও সার্কেলর আলমগীরকে ময়মনসিংহের হালুয়াঘাট সার্কেলে, কিশোরগঞ্জ সদর সার্কেলের অনির্বাণ চৌধুরীকে কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলে, কিশোরগঞ্জের বাজিতপুর সার্কেলের মৃত্যুঞ্জয় দে সজলকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার, নেত্রকোণার বারহাট্টা সার্কেলের কে এম এ মামুন খান চিশতীকে র‌্যাবে, নেত্রকোণার খালিয়াজুড়ি সার্কেলের সামীম কবীরকে নেত্রকোণার দূর্গাপুর সার্কেলে, শেরপুর সদর সার্কেলের খন্দকার লাবনীকে ময়মনসিংহ সদরে, টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের মাসুদুর রহমান মনিরকে টাঙ্গাইলের কালিহাতী সার্কেলে, ফরিদপুরের ভাঙ্গা সার্কেলের শামছুল হককে ডিএমপিতে, শরীয়তপুরের নড়িয়া সার্কেলের তানভীর হায়দার শাওনকে র‌্যাবে, লালমনিরহাট সদর সার্কেলের শহীদ সোহরাওয়ার্দীকে লালমনিরহাটের বি-সার্কেলে, নীলফামারী সদর সার্কেল ফিরোজ কবিরকে পাবনা সদরে, দিনাজপুরের ফুলবাড়ী সার্কেল আবু হায়দার মো. ফয়জুর রহমানকে দিনাজপুরের হাকিমপুর সার্কেলে, চট্টগ্রামের সীতাকু- সার্কেলের মাহবুবুর রহমানকে চট্টগ্রামের মীরসরাই সার্কেলে, চট্টগ্রামের হাটহাজারী সার্কেল লুৎফর রহমানকে শেরপুরের নালিতাবাড়ী সার্কেলে, চট্টগ্রামের পটিয়া সার্কেলের মো. জাহাঙ্গীরকে চট্টগ্রামের রা্গংুনিয়া সার্কেলে এবং চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের মফিজ উদ্দিনকে একই জেলার আনোয়ারা সার্কেলে বদলি করা হয়েছে।

এ ছাড়া কক্সবাজার সদর সার্কেলের কাজী মোহাম্মদ মতিউর ইসলামকে কক্সবাজারের চকরিয়ার সার্কেলে, উখিয়া সার্কেলের আবদুল মালেক মিয়াকে ফেনীর ছাগলনাইয়ার সার্কেলে, ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের আবদুল করিমকে কসবা সার্কেলে, নবীনগর সার্কেলের আলাউদ্দিনকে হাইওয়ে পুলিশে, লক্ষ্মীপুর সদর সার্কেলের খন্দাকার গোলাম শাহনেওয়াজকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলে, ফেনী সদর সার্কেলের আমিরুল আলমকে শিল্প পুলিশে, চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেলের মঞ্জিল হোসেনকে চাঁদপুরের কচুয়া সার্কেলে, কুমিল্লা সদর সার্কেলের ইমতিয়াজ মাহবুবকে ডিএমপিতে, বান্দরবান সদর সার্কেলের রাশেদুল হক চৌধুরীকে হাইওয়ে পুলিশ, রাঙ্গামাটি সদর সার্কেলের মাহবুব-উল-নবীকে রাঙ্গামাটির বাঘাইছড়ি সার্কেলে, কাপ্তাই সার্কেলের আসলাম ইকবালকে রাজস্থলী সার্কেলে, খুলনার দাকোপ সার্কেলের আবদুল কাদের বেগকে খুলনা মহানগর পুলিশ-কেএমপিতে, বাগেরহাট সদর সার্কেলের জিয়াউল আলমকে ডিএমপিতে, বাগেরহাটের মোড়েলগঞ্জ সার্কেলের খায়রুল আলমকে বাগেরহাটের মংলা সার্কেলে, সাতক্ষীরা সদর সার্কেলের আতিকুল হককে তালা সার্কেলে, কালিগঞ্জ সার্কেল মির্জা সালাহউদ্দিনকে দেবহাটা সার্কেল, যশোর এ-সার্কেলের মেহেদী ইমরান সিদ্দিকীকে নাভারণ সার্কেলে, যশোর এ-সার্কেল ভাস্কর সাহাকে কেএমপিতে, ঝিনাইদহ সদর সার্কেল গোপীনাথ কানজিলালকে কেএমপিতে, ঝিনাইদহের কোর্টচাঁদপুর সার্কেলের আলী আজম খানকে শৈলকূপা সার্কেলে এবং কুষ্টিয়া সদর সার্কেল নূর-ই-আলম সিদ্দিকীকে কুষ্টিয়ার মিরপুর সার্কেলে বদলি ও পদায়ন করা হয়েছে।

বগুড়ার এ-সার্কেলের মশিউর রহমান ম-লকে একই জেলার শিবগঞ্জ সার্কেল, বগুড়ার বি- সার্কেলের গাজিউর রহমানকে বগুড়ার গাবতলী সার্কেলে, সিরাজগঞ্জ সদর সার্কেলের ফারুক আহমেদকে সিআইডি-ঢাকায়, নওগাঁ সদর সার্কেলের সামিউল আলমকে নওগাঁর সাপাহার সার্কেলে, মহাদেবপুর সার্কেলের আবদুর রাজ্জাক খানকে র‌্যাবে, নাটোরের বড়াইগ্রাম সার্কেলের শফিকুল ইসলামকে ঢাকার সিআইডিতে, পাবনা সদর সার্কেলের শেখ মো. সেলিমকে কুমিল্লার দেবীদ্বার সার্কেলে, পাবনার বেড়া সার্কেলের জাকির হোাসেইনকে সিলেটের আরআরএফে এবং পাবনার ঈশ্বরদী সার্কেল শেখ মোহাম্মদ আবু যাহিদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে বদলি ও পদায়ন করা হয়েছে।

বরিশাল সদর সার্কেলের শাহাবুদ্দিন কবীরকে বরিশালের উজিরপুর সার্কেলে, পিরোজপুর সদর সার্কেলের আবদুল ওয়ারেসকে বরগুনার আমতলী সার্কেলে, পিরোজপুরের মাঠবাড়ীয়া সার্কেলের কাজী শাহনেওয়াজকে পিরোজপুরের নেছারাবাদ সার্কেলে, ভোলা সদর সার্কেলের মামুন অর রশিদকে একই জেলার তজুমদ্দীন সার্কেলে, লালমোহন সার্কেলের রফিকুল ইসলামকে চরফ্যাশন সার্কেলে, বরগুনার বেতাগী সার্কেলের জহুরুল ইসলাম হাওলাদারকে পটুয়াখালীর গলাচিপা সার্কেলে, সিলেটের জকিগঞ্জ সার্কেলের মতিয়ার রহমানকে একই জেলার গোয়াইনঘাট সার্কেল, সিলেটের উত্তর সার্কেল ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্রকে হাইওয়ে পুলিশ-ঢাকায়, সিলেটের দক্ষিণ সার্কেলের আমিনুল ইসলাম সরকারকে একই জেলার কানাইঘাট সার্কেলে, মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের জুনায়েদ আলম সরকারকে ঢাকার পঞ্চম এপিবিএনে আর সুনামগঞ্জ সদর সার্কেলের কানন কুমার দেবনাথকে সুনামগঞ্জের তাহিরপুর সার্কেলে বদলি বা পদায়ন করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের আতোয়ার রহমানকে সিরাজগঞ্জের কামারখন্দ সার্কেলে, টাঙ্গাইল সদর সার্কেলের হাফিজ আল আসাদকে ডিএমপিতে, ঢাকার নৌ পুলিলের মোজাম্মেল হোসেনকে ঝালকাঠির রাজাপুর সার্কেলে, দিনাজপুরের বীরগঞ্জ সার্কেলের সুজন সরকারকে ফরিদপুরের মধুখালী সার্কেলে, ঠাকুরগাঁও সদর সার্কেলের আবুল কালাম আজাদকে ঠাকুরগাঁও এর পীরগঞ্জ সার্কেলে, র‌্যাবের সহকারী পুলিশ সুপার আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া সদরে, ব্রাহ্মণবাড়িয়া সদরের রাজন কুমার দাসকে চাঁদপুরের মতলব সার্কেলে, নীলফামারী সদর জাকারিয়া রহমানকে রংপুরের ডি-সার্কেলে, ডিএমপির এ এস এম হাফিজুর রহমানকে দিনাজপুরের বিরামপুর সার্কেলে, ডিএমপির আবদুল মালেককে নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগে, মাদারীপুর সদরের আনোয়ার হোসেন ভূঞাকে মাদারীপুরের শিবচর সার্কেলে, মাদারীপুর সদরের মনিরুজ্জামান ফকিরকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলে, বরিশালের সহকারী পুলিশ সুপার ফজলুল করিমকে রাজবাড়ীর পাংশা সার্কেলে, কুমিল্লার মুরাদনগর সার্কেলের ইকবাল হোসেনকে ডিএমপি ও গাজীপুরের টঙ্গী মডেল থানার সহকারী পুলিশ সুপার সোনাহর আলীকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

ঢাকাটাইমস/২৫নভেম্বর/এএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :