অতিরিক্ত পুলিশ সুপার হলেন রইস-রেজাউল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ০৯:২৬ | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৬, ২৩:১১

সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন রইস উদ্দিন ও রেজাউল করিম।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে আরও ২৩৪ জনকে সিনিয়র এএসপিকে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

রইস উদ্দিন খাগড়াছড়ির সার্কেল সিনিয়র এএসপি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রংপুর সদরের এএসপি ছিলেন। ঢাবির ইংলিশ বিভাগের সাবেক এই শিক্ষার্থী ২৮ তম বিসিএসে পুলিশে যোগ দেন।

এছাড়া রেজাউল করিম কক্সবাজার সদর মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি ফোর্স হিসেবে কাজ করেছেন। এছাড়া টুরিস্ট পুলিশ গঠনের শুরু থেকেই কাজ করেছেন। কক্সবাজার, কুয়াকাটা, সিলেট, মৌলভীবাজার ও ঢাকায় টুরিস্ট পুলিশের কার্যক্রম চালাতে তার ভূমিকা ছিল সর্বজন স্বীকৃত।

ঢাবির ফিসারিজ বিষয়ে মাস্টার্স শেষ করার পর ২৯তম বিসিএসের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সাইন্সে মাস্টার্স করেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এমএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :