ইবাদত-বয়ানে চলছে জোড় ইজতেমা, তিন মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৪:২১

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে কড়া নিরাপত্তা আর সুষ্ঠু ব্যবস্থাপনায় শান্তিপূর্ণভাবে চলছে পাঁচ দিনের জোড় ইজতেমা। তাবলিগ জামাতের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সকাল থেকেই ইবাদত বন্দেগি ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মুসল্লিরা দিন পার করছেন।

শনিবার বাদ ফজর ভারতের মাওলানা জমশেদ বয়ান করেন। বাদ জোহর বয়ান করেন বাংলাদেশের মাওলানা সাহাজদ্দিন নাসিম।

দুই দিনে বার্ধক্যজনিত কারণে জোর ইজতেমায় আগত তিন মুসল্লি মারা গেছেন। পুলিশ বলছে, জোর ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার সব প্রস্তুতি নেয়া হয়েছে।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন জানান, পাঁচ দিনের জোড় ইজতেমায় তিন চিল্লাওয়ালা সাথীরা অংশগ্রহণ করেছেন। জোড় শেষে তারা ইসলামের দাওয়াতের কাজে বের হবেন এবং ২০১৭ সালের জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমার মূল পর্বে তারা আবার একত্রিত হবেন। সাধারণত প্রতি বছর বিশ্ব ইজতেমার ৪০দিন আগে টঙ্গীর ইজতেমা ময়দানে এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।

আগামী বছর ২০১৭ সালের ১৩ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে প্রতি বছরের মতো সুবিশাল চটের সামিয়ানার নিচে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুরু হবে। প্রথম পর্ব শেষ হওয়ার পর চার দিন একটানা বিরতি দিয়ে ২০ জানুয়ারি থেকে আবার দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে। প্রথম পর্বের শেষ দিন ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ২২ জানুয়ারি সারা বিশ্ব মুসলিম জাহানের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ কামনা করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

ইজতেমায় আগত মুসল্লিরা বলছেন, আল্লাহর সন্তষ্টি কামনায় তিন চিল্লাধারী সাথীরা এখানে অবস্থান করছেন। জোড় ইজতেমা শেষে তারা দীনের দাওয়াতের জন্য বেরিয়ে যাবেন।

ইজতেমায় আগত তিন মুসুল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে জোর ইজতেমায় আগত তিন মুসল্লি মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে তারা মারা গেছেন বলে জানিয়েছে ইজতেমার আয়োজকরা।

শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান, খুলনার বাসিন্দা সাবেক পুলিশ কনস্টেবল ইসমাইল হোসেন, কুমিল্লা জেলার লিয়াকত হোসেন ও নাটোরের বয়েজউদ্দিন।

জোর ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পোশাকধারী পুলিশসহ গোয়েন্দা পুলিশ কাজ করছে। এছাড়া সিসিটিভি ও ওয়াচ টাওয়ার দিয়ে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশের সার্বিক প্রস্তুতিতে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে বলে মনে করছেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :