দীঘিনালায় ‘হাওয়া মেশিন’ বিস্ফোরণে আহত ৫
খাগড়াছড়ির দীঘিনালায় গাড়ির চাকায় হাওয়া দেয়ার একটি মেশিন বিস্ফোরিত হয়েছে। এতে ‘মা টায়ার ভল্কানাইজিং সপ এন্ড টায়ার সোলস’ এর মালিকসহ পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার “মা টায়ার ভল্কানাইজিং সপ এন্ড টায়ার সেলস্” নামের দোকানে প্রতিদিনের মতো কাজ করছিলেন হাছান আহম্মদ। এক পর্যায়ে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিনের ট্যাঙ্কি বিস্ফোরিত হয়। এতে দোকান মালিক মো. হাছান আহম্মদ(৩৫), দোকানে কর্মরত সহকারী মাহফুজ (১৭), মো. মোস্তফা (৬০), চাঁদের গাড়ির হেলপার আইনুল ইসলাম (১৫) এবং অটোরিকশাচালক কবির উদ্দীন (৪৬) গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশটার দিকে দোকানের মালিক হাওয়ার ট্যাঙ্কি লোড করছিলেন। এক পর্যায়ে বিকট শব্দে হাওয়ার ট্যাঙ্কি বিস্ফোরিত হয়ে প্রায় ত্রিশ ফুট ওপরে উঠে রাস্তার পাশে ছিটকে পড়ে।
এ ব্যাপারে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রাশেদুল আলম জানান, ট্যাঙ্কি বিস্ফোরণের ঘটনায় দোকানের মালিকসহ পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন