সুন্দরবনের আজিজ বাহিনীর প্রধান গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৭, ২২:৩৬
অ- অ+

সুন্দরবনের বনদস্যু আজিজ বাহিনীর প্রধান আজিজুল শেখ ওরফে আজিজকে (৩৫) গ্রেপ্তার করেছে শিবচর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার বিকালে মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিজ খুলনার কয়রা থানার তেতুলিয়া গ্রামের মৃত হাফেজ শেখের ছেলে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের কাওড়াকান্দি ঘাটে ফালগুনী পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল।

বনদস্যু আজিজের বিরুদ্ধে অস্ত্র আইনে ৪টি, ডাকাতি মামলা ২টি ও তিনটি হত্যা মামলাসহ কমপক্ষে ৩০টি মামলা রয়েছে।

তাকে গ্রেপ্তারের জন্য বেশকিছুদিন ধরেই পুলিশি অভিযান চলছিল। পুলিশি হেফাজতে তাকে খুলনা পাঠানো প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা