মেয়েদের বিয়ের বয়স ১৮ বহালের দাবি

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০১৭, ১৭:২৬

বাল্যবিবাহ নিরোধ আইন ১৬ এর বিশেষ বিধান বাতিল ও মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর বহাল রাখাসহ অপসংস্কৃতি-অশ্লীলতা, মাদক জুয়া, নারী-শিশু নির্যাতন বন্ধ ও পর্নো ওয়েবসাইড বন্ধের দাবিতে মঙ্গলবার গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

পরে শহরের ১নং রেলগেটে সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সহ-সভাপতি সুভাসিনী দেবী, শামীম আরা মিনা প্রমুখ। বক্তারা অবিলম্বে বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান বাতিল এবং সেই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলার সচেতনভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বক্তারা যাত্রার নামে অশ্লীল নৃত্য মাদক জুয়া বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ গ্রহণের দাবি জানান।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :