মাদারীপুর জেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের পরিচিত সভা
মাদারীপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের পরিচিত সভা হয়েছে।
জেলা পরিষদের হল রুমে বুধবার বেলা ১১টায় এ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান।
এসময় ১৫ ওয়ার্ডের সাধারণ সদস্য ও ৫ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
সভায় নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে উন্মুক্ত আলোচনা সভায় সদস্যরা বক্তব্য রাখেন।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন