আটঘরিয়ায় নানা স্বাদের পিঠা উৎসব

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০১৭, ২২:৩০

পাবনার আটঘরিয়ায় হয়ে গেলো দিনব্যাপী গ্রামীণ ঐতিহ্য নানা স্বাদের পিঠা উৎসব।

বৃহস্পতিবার আটঘরিয়ার দেবোত্তর বাজার আর এস প্লাজায় হয়ে গেলো দিনব্যাপী এই পিঠা উৎসব।

গ্রামবাংলার ঐতিহ্যকে তুলে ধরতে হ্যাপি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্ক এই পিঠা মেলার আয়োজন করেছে।

উৎসবে পাকান বা তেল পিঠা, ভাপা, পুলি, চিতই, পাটিসপ্তা, নকশি পিঠা, ফুল পিঠামাল পোয়া, রস পাকনসহ হরেক নামের পিঠার মেলা।

মেলায় নানা বয়সী মানুষ পিঠা উৎসব দেখে মুগ্ধ হয়েছেন। পিঠা মেলায় অংশ নিয়ে খুব আনন্দিত অংশগ্রহণকারীরাও।

হারিয়ে যাওয়া নাম না জানা পিঠাগুলো নতুন প্রজন্মকে জানান দিতেই আগামীতে এমন আয়োজন অব্যাহত থাকবে এই প্রত্যাশা তাদের।

এদিন বিকেলে পিঠা উৎসবের উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুজ্জামান। সন্ধ্যায় পিঠা উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় হ্যাপি কম্পিউটার এন্ড নেটওয়ার্ক এর পরিচালক আবু সাঈদের সভাপতিত্বে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফুটু, টেবুনিয়া কৃষি খামার (বিএডিসি) উপ-পরিচালক মহিবুর রহমান, যমুনা টেলিভিশনের পাবনা প্রতিনিধি ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম, ইনডিপেনডেন্ট টিভির পাবনা প্রতিনিধি খাইরুল ইসলাম বাসিদ, চ্যানেল টোয়েন্টিফোরের পাবনা প্রতিনিধি শাহীন রহমান। উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আটঘরিয়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা। পরে উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :