ফরিদপুরে ছয় মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৪

ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে একই পরিবারে তিন সদস্যসহ ছয় মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ১৬০ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল এবং আধা কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মধুখালী থানার ওসি হুরুল আমিন।

মধুখালী থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে ছয়টি মামলা করেছে। দুপুরে তাদেরকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন জানান, শুক্রবার সকাল থেকে মধুখালী মরিচ বাজার, মথুরাপুর, চরমহিষাপুর, ডুমাইন এবং কামারখালী এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পুলিশ চরমহিষাপুর এলাকা থেকে একই পরিবারের অসীমা দাস, মিতা দাস, পরিতোষ দাস এবং পুষ্প রানী সিংহ রায় এবং উপজেলার ডুমাইন গ্রামের সুজন মোল্লা ও চুয়াডাঙ্গার আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট এক হাজার ১৬০ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল এবং আধাকেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি বলেন, মধুখালী থানার এসআই মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে মাদক আইনে তাদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেছেন।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :