সিরাজদিখানে কৃষকের মধ্যে সার-ড্রাম বিতরণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৯
অ- অ+

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১১০ জন কৃষকের মধ্যে সোমবার সকালে বিনামূল্যে সার, বীজ, বালাইনাশক ও ড্রাম বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায় এসব বিতরণ করেন।

উপজেলা সিরাজদিখান বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা যুধিস্টির চন্দ্র পাল, সাবেক শিক্ষক হরেন্দ্র চন্দ্র দাস, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা রাশেদুল হাসান, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানূর রহমান মিজান, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাফায়েত হোসেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সামসুলহক প্রমুখ।

অনুষ্ঠানে ৫০ জন কৃষককে ৪ কেজি করে ভুট্টার বীজ ও ৬০ কেজি করে সার, ৫৯ জনকে ৬০ কেজি করে সার এবং ৫০ জনকে ৮ কেজি করে মুগডালের বীজ ও বালাইনাশক ৪০০ গ্রাম করে ১০৫ জনকে ও ৫০ জনকে বীজ সংরক্ষণের ড্রাম দেয়া হয়।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা