পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০৫
অ- অ+

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত যেকোনো ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। বিশেষ করে ইলিশ সংরক্ষণে এই দুই মাস পদ্মা-মেঘনার কোনো ধরনের জাল ফেলা যাবে না।

মৎস্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশে ইলিশসহ অন্যান্য মা-মাছ রক্ষায় নিষেধাজ্ঞার এই প্রজ্ঞাপন জারি করা হয়।

ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ২০০৬ সাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাসহ দেশের পাঁচটি অঞ্চলে প্রতিবছরের দুই মাস মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই সময়ে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে জেল জরিমানার বিধান করা হয়েছে।

কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে চাঁদপুরের নদী তীরবর্তী এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা করা হয়েছে বলে জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা