মহানন্দা ড্যামের স্থান পরিদর্শন বাপাউবো অতিরিক্ত প্রধান প্রকৌশলীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৭, ২০:০৩

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণ প্রকল্প’র যাচাইয়ের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের গঙ্গা ব্যারেজ সমীক্ষা প্রকল্প’র প্রকল্প পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোতাহার হোসেন।

জানা গেছে, ফারাক্কার বিরূপ প্রভাব, জলবায়ু পরিবর্তনজনিত কারণে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন এলাকা যখন পানি শূন্য এবং বার্ষিক বৃষ্টির পরিমাণ কমে যাবার কারণে প্রতিবছরই কৃষকরা যখন ফসলহানির শিকার হচ্ছে, তখন ভূ-উপরিস্থ পানি অর্থাৎ মহানন্দা নদীর পানি সেচ হিসেবে ব্যবহারে স্থানীয়ভাবে দাবি উঠে। কিন্তু বর্তমানে শুস্ক মৌসুমে মহানন্দা নদীর পানি শুকিয়ে যাওয়ায় কৃষকদের সেচের পানি অনিশ্চয়তায় পড়ে। সেচ কাজে নদীর পানি ব্যবহার ও নদীতে পানি প্রবাহ নিশ্চিত করতে মহানন্দা নদীর ওপর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রাবার ড্যাম প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড।

বুধবার বিকালে বাপাউবো এ প্রকল্পের সম্ভাব্য যাচাইয়ের স্থানে আসেন গঙ্গা ব্যারেজ সমীক্ষা প্রকল্প’র প্রকল্প পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী।

পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, নদীর উভয় তীরে সেচ সুবিধা বৃদ্ধি, নৌ চলাচল স্বাভাবিক এবং পরিবেশ ঠিক রেখে স্থানীয় জনগণের অধিক লাভের দিকে প্রাধান্য দিয়ে তা উপস্থাপন করা হবে।

এ রাবার ড্যামের নির্মাণের অধিক যাচাইয়ের অংশ হিসেবে সরেজমিন পরিদর্শনে আসেন এবং ঢাকায় ফিরে দ্রুত সময়ের প্রতিবেদন দাখিল করবেন। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলমসহ অন্যান্য কর্মকর্তা।

২০১১ সালে ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জের এক জনসভায় মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণের প্রতিশ্রুতি দেন।

(ঢাকাটাইমস/৮মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :