ফরিদপুরে বেলসন ফার্মাকে ২ লাখ টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৭, ১৯:২৮

ফরিদপুর শহরের কমলাপুর এলাকার ‘বেলসন ফার্মাসিউটিক্যাল’ নামের একটি ওষুধ কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নকল ওষুধ বানানো এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরবরাহ করার দায়ে বৃহস্পতিবার দুপরে ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে এই জরিমান করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নিবার্হী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক জানান, ‘গোপন সংবাদে বেলসন ফামাসিউটিক্যাল নামে ওষুধ কারখানায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ, বিভিন্ন নামি কোম্পানির মোড়কের আদলে করা ওষুধ জব্দ করা হয়। নকল ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরবরাহের দায়ে আদালত কোম্পানির মালিককে দুই লাখ টাকা জরিমানা করে। এছাড়া আগামী ১ মাসের মধ্যে কারখানার পরিবেশ ভালো করার জন্য সর্তক করে দেয়া হয়।’

তিনি বলেন, আদালতে সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. মাহমুদুর রহমান, র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের কমান্ডার মো. রইছউদ্দিন প্রমুখ।

(ঢাকাটাইমস/৯মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :