মাদক ও বাল্যবিয়ে রোধে এসপির সঙ্গে ‘শহীদ রফিক পরিষদে’র মতবিনিময়
মাদক নির্মূল ও বাল্যবিয়ে রোধে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুরের সঙ্গে মতবিনমিয় করেছে কিশোর যুবকদের নিয়ে গঠিত সংগঠন শহীদ রফিক সামজিক কল্যাণ পরিষদ।
বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয় জেলা কমিটির আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির তরুণ সভাপতি ও সাংবাদিক নেহায়েত হাসান সবুজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রফিক সামজিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি হালিম হাসান, খাইরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বরণ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হোসেন সজিব, সহ-সাংগঠনিক আল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সাল রানা, হরিরামপুর উপজেলা কমিটির আহবায়ক আতিকুর রহমান হৃদয়, ঘিওর উপজেলা কমিটির আহবায়ক আব্দুল হামিদ বিজয়, সিঙ্গাইর উপজেলা কমিটির আহবায়ক সাইদুর খন্দকার, শিবালয় উপজেলার আহবায়ক মো: মতিন, সাটুরিয়া উপজেলা কমিটির আহবায়ক মেহেদী হাসান ইমন সহ শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজিত এ সভায় জেলায় চলমান মাদক, বাল্য বিবাহ রোধসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বিষয়ে নিয়ে খোলামেলা আলোচনা করের পুলিশ সুপার মাহফুজুর রহমান।
(ঢাকাটাইমস/০৯মার্চ/এমআর/ইএস)
মন্তব্য করুন