তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৭, ১৭:৫৭

নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার দুপুরে বিএসএফর সাথে পতাকা বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

আটক তিনজন হলেন- উপজেলার চকসব্দল গ্রামের আব্দুল মতিন, আবু হোসেন ও সামসুর রহমান।

বিএসএফর বরাত দিয়ে ১৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর আসরাফুজ্জামান জানান, ৮ মার্চ উপজেলার চকসব্দল গ্রামের ওই তিন যুবক বাংলাদেশ সীমান্তের ২৬৬-৬৭ নং পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় অনুপ্রবেশের দায়ে ওই তিনজনকে আটক করে বিএসএফ।

তবে শুরু থেকেই বিষয়টি অস্বীকার করলেও, শুক্রবার পতাকা বৈঠকে বিষয়টি স্বীকার করে বিএসএফ।

বৈঠকে জানানো হয়, ভারতীয় আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১০মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :