জাটকা বিষয়ে সচেতনতা বাড়াতে ভোলায় নৌ-র‌্যালি

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৭, ১৭:২৮

‘জাটকা ইলিশ ধরব না -দেশের ক্ষতি করবো না’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে আলোচনা সভা ও নৌ-র‌্যালির আয়োজন করা হয়েছে।

সোমবার সকালে ভোলা জেলা মৎস অফিসের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা নির্বাহী অফিসার মৃধা মো. মোজাহিদুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন, জেলা মৎস কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পূর্ব ইলিশার চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাছান মিয়া।

আলোচনা সভা শেষে জংশন চডারমাথা এলাকার মেঘনা নদী থেকে রাজাপুর ইউনিয়নের ভাংতির খাল পর্যন্ত বর্ণাঢ্য এক নৌ-র‌্যালির আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক মাছ ধরার ট্রলার অংশ নিয়েছে। এসময় প্রশাসন, কোস্ট গার্ড কর্মকর্তা ও জেলেরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :