শিবচরে পাঁচ মণ জাটকাসহ দুই ব্যবসায়ী আটক
মাদারীপুরের শিবচরে পাঁচ মণ জাটকাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে শিবচর থানা পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার পাঁচ্চরে মাছের আড়ৎ থেকে তাদের আটক করা হয়। এ সময় পাঁচ মণ জাটকাও জব্দ করে পুলিশ।
আটককৃতরা উপজেলার প্রত্যন্ত এলাকার হাটবাজারে এসব জাটকা পাইকারি বিক্রি করতেন বলে জানা গেছে।
আটক দুই ব্যবসায়ী হলেন, গোপীনাথ মালো ও আনন্দ কুন্ড। তাদের বাড়ি মাদবেররচর ও পাঁচ্চর এলাকায়। তারা দীর্ঘদিন ধরেই মৎস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঢাকাটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ জাটকাসহ দুই ব্যবসায়ীকে আটক করে। এ ব্যাপারে শিবচর থানায় মামলা হচ্ছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২১মার্চ/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন