টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০১৭, ১১:৫১
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব, যার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

বুধবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম নুরুল আলম। তিনি ওই এলাকার ইজ্জত আলীর ছেলে।

ঢাকাটাইমসকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন। তিনি জানান, ভোরে গোপন খবরের ভিত্তিতে শামলাপুর এলাকায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। র‌্যাবকে দেখামাত্র সবাই পালিয়ে যেতে পারলেও নুরুল আলম র‌্যাবের হাতে ধরা পড়ে। পরে তার কাছ থেকে আটটি অস্ত্র ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা রুহুল আমিন আরও বলেন, গ্রেপ্তার নুরুলের বিরুদ্ধে টেকনাফ-শামলাপুর সড়কে ডাকাতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতিসহ পাঁচটি মামলা আছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে।

ঢাকাটাইমস/২২মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :