চুয়াডাঙ্গায় সড়কে প্রাণ গেল ১২ শ্রমিকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১২:৩৬ | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ০৮:৪৫

চুয়াডাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ছয় জন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার যশোর সড়কের জয়রামপুর বটতলা মোড়ে এই দুঘর্টনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

নিহতরা সবাই দিনমজুর বলে জানা গেছে। ঘটনার পর থেকে চুয়াডাঙ্গা যশোর ভায়া খুলনা সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে দর্শনা থেকে আলমসাধু যোগে ১০ থেকে ১৫ জন শ্রমিক চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৬টার দিকে তারা জয়রামপুর বটতলার কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় আলমসাধুর ১২ যাত্রী। গুরুতর আহত হয় আরও ছয় জন।

দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা ও দর্শনা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা দামুড়হুদা সার্কেলের এসএসপি মো. কলিমুল্লাহ জানান, নিহতদের সবার বাড়ি দামুড়হুদা উপজেলার বড় বলদিয়া গ্রামে। নিহতরা সবাই দিনমজুর বলে জানা গেছে।

ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে স্থানীয়রা।

(ঢাকাটাইমস/২৬মার্চ/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :