সিইসি সজ্জন ব্যক্তি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৮:৫০ | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ১৭:৪২

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক আমলা কে এম নুরুল হুদার নিয়োগের সমালোচনা করলেও তাকে সজ্জন ব্যক্তি বলেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ওপর জনগণ আস্থা রাখতে পারবে।

আগামী বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটকে সামনে রেখে সোমবার নির্বাচন কমিশনে গিয়ে এ কথা বলেন রিজভী। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর এই প্রথম বিএনপির কোনো প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেল। ৩০ মার্চের ভোটকে নিরপেক্ষ করতে ‘স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততা’ নিয়ে অভিযোগ করে বিএনপির প্রতিনিধি দল।

রিজভী নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে বিকাল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বৈঠক করে। এরপর রিজভী কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

রিজভী বলেন, ‘সিইসি একজন সজ্জন ব্যক্তি, চাকরি জীবনে সর্বোচ্চ জায়গায় উপনীত হয়েছেন। এ ধরনের একজন মানুষ কখনোই অবান্তর কথা বলবেন না।’

কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে করতে বিএনপি নানা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান এ বিএনপি নেতা। তিনি বলেন, ‘তিনি (সিইসি) যে কথাগুলো বলবেন, যে আশ্বাস দেবেন সেগুলো কার্যকর হবে এবং তা যুক্তিসঙ্গত আমরা বলেই মনে করি। কুমিল্লায় যে অনাচারগুলো হচ্ছে তা বন্ধ করবেন, দ্রুত ব্যবস্থা নেবেন-এ প্রত্যাশা সিইসির কাছ।’

এক প্রশ্নের জবাবে এ বিএনপি নেতা বলেন, ‘কুমিল্লা সিটি নির্বাচন বর্তমান ইসির কাছে একটা অগ্নিপরীক্ষা। এ ইসির প্রতি অনেক রাজনৈতিক দলের নানা প্রশ্ন রয়েছে। এ পরীক্ষা পাস করলে রাজনৈতিক দলগুলো ইসির প্রতি আস্থা পাবে।’

কুমিল্লায় বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাননি। ঢাকাটাইমসকে তিনি বলেন, এই ধরনের পরিস্থিতি সেখানে নেই। তবে রিজভী বলছেন অন্য কথা। তিনি বলেন, ‘সেনা মোতায়েন আমরা বরাবরই বলে এসেছি। যে কোনো নির্বাচনেই সেনা মোতায়েন করা উচিত। বর্তমান ইসির কাছে বিদ্যমান আইন অনুযায়ী সুষ্ঠু ভোটে সব ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। দুয়েকদিন দেখব। সেক্ষেযে প্রশাসনের যথোপযুক্ত ব্যবস্থা সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে সেনা মোতায়েনে আবারও দাবি করবো।’

কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে করতে তিন দফা দাবিও তুলে ধরে প্রতিনিধি দল। এরমধ্যে রয়েছে- বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে, মিছিলে বাধা না দেয়া, এবং নতুন কোনো দায়ের করা মামলায় গ্রেপ্তার না করা।’

বিএনপি প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম ও আবুল খায়ের ভুঁইয়া।

ঢাকাটাইমসস/২৭মার্চ/জেআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত : ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

সাংবাদিক শামছুদ্দীনের মায়ের মৃত্যুতে রওশন এরশাদের শোক

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

নির্বাচনের পর বিএনপি তাবিজ-দোয়ার দিকে ঝুঁকেছে: হাছান মাহমুদ

আওয়ামী লীগের সঙ্গে লুটেরা আর ভারত ছাড়া কেউ নেই: রিজভী

বাইডেনের চিঠির ফলোআপ করতে আসছেন ডোনাল্ড লু: ওবায়দুল কাদের

বন বিভাগের ৪ লাখ গাছ কাটার সিদ্ধান্তে জিএম কাদেরের উদ্বেগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :