মাধবদীতে ব্যবসায়ী খুন
নরসিংদীর মাধবদীতে এক কাপড় ব্যবসায়ী খুন হয়েছেন। নিহতের নাম ইব্রাহিম।
উপজেলার আলগী কান্দাপাড়ায় সোমবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
জানা গেছে, একই গ্রামের আব্দুস সালাম ওরফে ইব্রাহিমের সাথে খোকনের ছোট বোন রানু বেগমের দীর্ঘদিনের প্রেম ছিল। এই ঘটনা জানাজানি হবার পর খোকন ইব্রাহিমকে ডেকে তার বোনের সাথে সম্পর্ক ছিন্ন করার অনুরোধ জানান। কিন্তু ইব্রাহিম খোকনের কথা অমান্য করায় ঘটনাটি জেনে খোকন ইব্রাহিমের উপর মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়। পরে খোকন ইব্রাহিমকে কুপিয়ে আহত করে। মারাত্মক আহত অবস্থায় ইব্রাহিম দীর্ঘ তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকে। এ ফাঁকে খোকন তার বোনকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। সে আক্রোশে ইব্রাহিম, খোকনের উপর প্রতিশোধ নিতে বিভিন্ন সুযোগ খুঁজতে থাকে। সোমবার রাত ৯টার দিকে ইব্রাহিম জনৈক ব্যক্তিকে দিয়ে খোকনকে বাড়ি থেকে ডেকে পাঠায়। খোকন ঘর থেকে বেরিয়ে এলে সাথে সাথেই ইব্রাহিম ধারালো ছুরি দিয়ে খোকনের গলা, বুক ও হাতে ছুরিকাঘাত করে। মারাত্মক রক্তাক্ত অবস্থায় খোকন মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎমক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন