জঙ্গি নির্মূলে চাঁদপুরে পুলিশ ব্লক রেইড
জঙ্গি নির্মূলে চাঁদপুরে পুলিশ ব্লক রেইড পরিচালনা করে যাচেছ। বৃহস্পতিবার রাতব্যাপী শহরের ট্রাক রোড এলাকায় এই ব্লক রেইড পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার সোহেল মাহমুদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালিউল্লাহ অলি, সদর মডেল থানার ওসি তদন্ত হারুনুর রশিদসহ মডেল থানা পুলিশের সদস্যরা।
অভিযানকালে ট্রাকরোডস্থ বিভিন্ন বাসা বাড়ি ও ভবনের ফ্লাটের বাসিন্দাদের সচেতন করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান বলেন, সারাদেশের ন্যায় চাঁদপুরেও চলছে জঙ্গি নির্মূল কর্মসূচি। জেলা পুলিশ সুপারের নির্দেশেই আমরা এ অভিযান করছি।
(ঢাকাটাইমস/৩১মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন