রূপগঞ্জে মাটিতে পুতে রাখা যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাটিতে পুতে রাখা অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মণগাঁও এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ব্রাক্ষ্মণগাঁও এলাকার বালুর মাঠে পুতে রাখা অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই যুবকের গলায় গামছা পেঁচানো ছিলো। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অজ্ঞাত যুবককে শ^াসরোধে হত্যার পর তাকে পুতে রাখে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন