বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ ৫০ হাজার ছাড়ালো

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ১৪:০২

উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যা ৫০ হাজার অতিক্রম করেছে। ২০০৪ সালে বাংলা উইকিপিডিয়ায় যাত্রা শুরু হয়। এরপর থেকে স্বেচ্ছাসেবকরা এতে নিবন্ধ যোগ করার কাজ চালিয়ে যাচ্ছেন।

বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব বলেন, ‘ভালো লাগার আরেকটি দিন আজ। প্রতিদিনই কত শত খবর, যার মধ্যে আজকের ভালো লাগা খবরটির মাত্রাটা একটু ভিন্ন। আজ উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার নিবন্ধের সংখ্যা ৫০ হাজার অতিক্রম করেছে। ২০০৪ সালে শুরু হওয়া বাংলা উইকিপিডিয়ার এমন অগ্রগতি সম্ভব হয়েছে স্বেচ্ছাসেবী ভিত্তিতে ইন্টারনেটে বাংলাকে তুলে ধরতে কাজ করছেন এমন অসংখ্য মানুষজনের কারণে। এমন একটি উদ্যোগের সঙ্গে জড়িত থাকায় ব্যক্তিগত ভাবে নিজেকে গর্বিত মনে হয়।

তিনি আরও বলেন, বাংলা আমাদের ভাষা এবং আমাদের ভাষায় ইন্টারনেটে তথ্য প্রাপ্তির নির্ভরযোগ্য মাধ্যম গড়ে তোলার তোলার দায়িত্বও আমাদের। সেটা সম্ভব সকলের সহযোগিতায়। আসুন সকলে মিলে গড়ে তুলি বিশ্বকোষ যা সকলের কাছে বিনামূল্যে সহজ ভাবে পাওয়ার সুযোগ থাকবে।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :