নড়াইলে কুকুরের কামড়ে ১৬ শিশুসহ আহত ২০
নড়াইলে সদর উপজেলার ভান্ডারীপাড়া, বিলডুমুরতলা, সরসপুর, বাগডাঙ্গা, বরাশুলাসহ বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে ১৬ শিশুসহ ২০ জন আহত হয়েছে।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- প্রিয়তি বিশ্বাস (৫), সাদিয়া (৪), শুকুরোন (৫০), সোহাগ (২৪), জান্নাতি (৬), রাকায়াত (৩), রনি (৫), বনি (২৭), হাসান (৬), সুরাইয়াসহ (৯) ২০ জন। তবে, কুকুরটি এখনো আটক করা সম্ভব হয়নি।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলোক কুমার বাগচী জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাগডাঙ্গা গ্রামের টুটুল মোল্যার ছেলে সাত বছরের শিশু হাছিবকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০১মে/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন