ফরিদপুরে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০১৭, ১৪:৩২
অ- অ+

ফরিদপুর শহরের গোয়ালচামট ২নং সড়ক এলাকার থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও দুই মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দিকে শহরের হাবেলি গোপালপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার গভীর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে বলে সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।

সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এসপি সুভাষ চন্দ্র সাহা জানান, রবিবার রাত একটার দিকে শহরের গোয়ালচামট ২নং সড়কে অভিযান চালিয়ে তিনশ বোতল ফেনসিডিলসহ মাদকবিক্রেতা মো. ঝন্টু মোল্লা এবং মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অপর অভিযানে শহরের ২ নং হাবেলি গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার প্যান্টের ডান কোমরে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি এবং প্যান্টের দুপাশের পকেটে ৫৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ ঘটনায়ও মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/৮মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা