উচ্ছেদ হওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি পরিদর্শনে তদন্ত কমিটি

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মে ২০১৭, ১৮:৪০

নাটোরের নলডাঙ্গার ১৫ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উচ্ছেদ হওয়া ভূমি পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের গঠন করা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিট।

বুধবার দুপুরে কমিটির সদস্যরা উপজেলার মাধবনগরের ‘আদিবাসীপাড়া’ পরিদর্শন করেন এবং উচ্ছেদ হওয়া পরিবার ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

তদন্ত কমিটির প্রধান হলেন- মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব সাইদুর রহমান, কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আবু হেনা মোস্তফা জামান ও আইন মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাক (রাজস্ব) মনিজ্জামান ভুঁইঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্তলেখা নাজনীন, নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজা হাসানসহ অন্যােন্যরা।

পরে কমিটির সদস্যরা উচ্ছেদ হওয়া ৭টি আদিবাসী পরিবার ও বাদী পক্ষের দুই জনের সাথে একে একে কথা বলেন ও তাদের বক্তব্য রেকর্ড করেন।

কমিটির সদস্যরা জানান, আগামী ৭ কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাখিল করবেন।

গত ২ মে মঙ্গলবার নাটোর সহকারী জজ আদালতের রায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৫টি পরিবারকে বাড়িঘর গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করেন প্রশাসন। এর পর গত শুক্রবার তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন মন্ত্রী পরিষদ সচিব।

(ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :