শরীরে দোকান ঝুলিয়ে ৪৮ বছর

মনোনেশ দাস, ঢাকাটাইমস
| আপডেট : ২০ মে ২০১৭, ১০:১২ | প্রকাশিত : ২০ মে ২০১৭, ০৮:২৮

গলায় আর হাতে দোকান ঝুলিয়ে কেটে গেছে ৪৮ বছর। এই দোকানের আয় দিয়েই চলছে পরিবারের ভরন- পোষণ।

আব্দুল খালেকের দোকানের ক্রেতা ছেলে-বুড়ো সবাই । কোমড়ের সুঁতো, সুঁই, কাঁচি থেকে ইঁদুর, উঁকুন দমনের বিষ, আয়না, চিরুনিসহ আরও প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া যায় তার দোকানে। সংসার সামলে ওই দোকান চালিয়ে দিনান্তে ঘরে নিয়ে যাচ্ছেন গড়ে ৩০০ থেকে ৪০০ টাকা।

দীর্ঘ ৪৮ বছর ধরে এ ব্যবসা করে সংসার সামাল দিতে পেরে খুশি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নন্দিবাড়ি গ্রামের বাসিন্দা এই ক্ষুদ্র ব্যবসায়ী খালেক।

ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার। প্রতিদিন শহর থেকে গ্রামে দোকান নিয়ে ছুটে বেড়ানো তার দোকান ভালোই চলছে।

৬০ বছর বয়সী খালেক ঢাকাটাইমসকে বলেন, ‘আমার বয়স যখন মাত্র ১২ বছর ঠিক তখনই সংসারের দায়-দায়িত্ব আমার ওপর বর্তায়। অভাব ছিল পুঁজির। সেই থেকে সামান্য অর্থে গড়ে তুলি এই দোকান। দোকান বলতে নিজের গলা, কাঁধ আর দুই হাত।’

নিজের উপার্জনে সন্তুষ্টি প্রকাশ করে খালেক বলেন, ‘খুব একটা উন্নতি করতে না পারলেও এই দোকান আমার জীবনটাই বদলে দিয়েছে। সংসারে ব্যয় করেও টাকাপয়সা হাতে থাকছে। বাড়িতে সবার ভরণ-পোষণে সাহায্য করতে পারছি। আসবাবপত্র কেনা থেকে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোটাতে পারছি।’

(ঢাকাটাইমস/২০মে/এমডি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :