গাজীপুরে রিভলবার গুলিসহ দুইজন আটক
গাজীপুরের শিববাড়ি এলাকা থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পাবনার হাতিয়ানী পশ্চিমপাড়ার ফারুক হোসেনের ছেলে রাকিবুল ইসলাম, একই জেলার তিপলী গ্রামের শাহীন খান।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার ওসি মমিনুল ইসলাম জানান, শনিবার রাতে অভিযুক্ত রাকিব ও শাহীন রিকশাযোগে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। শিববাড়ি এলাকায় পুলিশের চেকপোস্ট অতিক্রমকালে গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে রাকিবের কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন