ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক হলেন ফখরুলের ভাই

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০১৭, ২১:১৬
অ- অ+

ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সাবেক সাধারণ সম্পাদক তৈমুর রহমানকে সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা ফয়সাল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

প্রসঙ্গত, মির্জা ফয়সাল আমিন বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। তিনি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এবং আগের কমিটির সহসভাপতি ছিলেন। তিনি কেন্দ্রীয় বিএনপিরও সদস্য।

ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক শামসুজ্জান, কেন্দ্রীয় সদস্য জেড মুর্তজা চৌধুরী তুলা।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমানকে সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমীনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা