কুমিল্লায় ছাত্রীকে যৌন হয়রানি, অধ্যক্ষ আটক
কুমিল্লায় বুড়িচং উপজেলায় মিফতাউল জান্নাত নামক এক মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। তার নাম মো. ইকবাল হোসেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় অবস্থিত ওই মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
আটক ইকবাল হোসেন উপজেলার মোকাম ইউনিয়নের মজলিসপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।
জানা যায়, ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৪) গত বৃহস্পতিবার দুপুরে ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করা হয়, গত দুই বছর ধরে অধ্যক্ষ ওই ছাত্রীকে বিভিন্নভাবে নানা সময়ে যৌন হয়রানি করে আসছিল। গত এক সপ্তাহ ধরে ওই ছাত্রীকে মাদ্রাসা অধ্যক্ষ উত্ত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয়। বিষয়টি ওই ছাত্রী পরিবারের লোকজন ও স্থানীয়দের জানালে তারা থানা পুলিশের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।
বৃহস্পতিবার রাতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই মাদ্রাসা থেকে অধ্যক্ষ মো. ইকবাল হোসেনকে আটক করে।
এ ব্যাপারে ওসি কুমার দে বলেন, শুক্রবার সকালে অধ্যক্ষ ইকবাল হোসেনকে কুমিল্লা কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৬মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন