কক্সবাজারে পাঁচটি বন্দুকসহ গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০১৭, ২১:২০
অ- অ+

কক্সবাজার সদরের পোকখালীর পূর্ব গোমাতলী থেকে দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি বন্দুক, দুটি রামদা ও তিন রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি টিম এই অভিযান চালায়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান-পূর্ব গোমাতলী এলাকায় কিছুসংখ্যক অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতি, লবণ চাষিদের কাছ থেকে চাঁদা আদায়, মাছের ঘের থেকে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন পূর্ব গোমাতলীর মো. সোনা আলীর ছেলে কলিম উল্লাহ (৪৮) ও মৃত ওছিউর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম কাজল (৪০)।

তাদের দেয়া তথ্যমতে কলিম উল্লাহর বসতঘরের পেছনে খড়কুটার মধ্যে তল্লাশি চালিয়ে চারটি একনলা বন্দুক, একটি এলজি, দুটি রাম দা ও তিনটি কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কথা স্বীকার করেছেন বলে জানান র‌্যাব কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা