বোদায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০১৭, ২০:৫৩
অ- অ+

বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের পাইকানপাড়া গ্রামের তানিয়া আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নিহতের স্বামীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তানিয়াকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।

এদিকে পুলিশ আসার আগেই নিহতের স্বামী পালিয়ে গেলে জনমনে রহস্যের সৃষ্টি হয়।

নিহতের পরিবার বলছে, এক বছর আগে জেলার আটোয়ারী উপজেলা সাতখামার গ্রামের তহিদুল ইসলামের কন্যা তানিয়া আক্তারের উপজেলার পাইকানপাড়া গ্রামের জিয়ার পুত্র মামুনের সাথে বিয়ে হয়। তানিয়ার স্বামী নেশাগ্রস্ত হওয়ায় প্রায় যৌতুকের জন্য নির্যাতন করত।

তানিয়ার বাবার অভিযোগ, তার মেয়েকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম জানান, অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা বাদী হয়ে বোদা থানায় একটি হত্যা মামলা করেছেন।

এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা