জুড়ীতে খালে ডুবে তরুণের মৃত্যু
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে জাকির হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১ টার দিকে ভোগতেরা গ্রামের আমেরতল নামকস্থান থেকে মৃতদেহ উদ্ধার করে ডুবুরিয়া দল।
নিহত জাকির জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
জানা যায়, বুধবার সকালে জাকির তার ভাইকে নিয়ে পার্শ্ববর্তী শাহ খাকীর খালে (জিয়ার খাল) আমেরতল নামক স্থানে মাছ ধরতে যায়। এক পর্যায়ে প্রচ- গরম অতিষ্ট হয়ে জাকির পানিতে নেমে ডুব দিতে থাকে। হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। পরে তার ভাই চিৎকার করলে প্রত্যক্ষদর্শী ও এলাকার লোকজন ছুটে এসে খোঁজাখোজি শুরু করেন। পরে না পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ডুবুরি দলকে খবর দিলে তারা অনেক খোঁজাখোঁজির করেন। তারাও না পাওয়ায় সিলেট থেকে ডুবুরিয়া দল এসে দুপুর ১ টার দিকে জাকিরের মৃতদেহ উদ্ধার করে।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, কোনো অভিযোগ না থাকায় মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৭জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন